শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’তে অগ্রণী দুয়ার ব্যাংকিং-এর প্রদর্শন

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক সামিটে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে অগ্রণী ব্যাংক লিমিটেড তাদের এজেন্ট ব্যাংকিং “অগ্রণী দুয়ার ব্যাংকিং” এর কার্যক্রম প্রদর্শন করছে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ উদ্ভাবনী প্রোজেক্ট হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনন্য ও সম্ভাবনাময় উদ্যোগ এজেন্ট ব্যাংকিং মনোনীত হয়েছে। রাষ্ট্রীয় ব্যাংকসমূহের মধ্যে একমাত্র অগ্রণী ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এবং তা ইতিমধ্যে মেলায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে শুরু হওয়া এই সামিটে অগ্রণী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং-এর কার্যক্রম দেখতে স্টল পরিদর্শন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সার্ভার থেকে সরাসরি ছবি যাচাই পদ্ধতি, বায়মেট্টিক শনাক্তকরণ, তাৎক্ষণিক মোবাইল বার্তা, বাংলায় ভয়েস কনফার্মেশন, কিউআর কার্ড পদ্ধতি ইত্যাদি নানা রকমের কার্যকরী এবং আধুনিক উদ্ভাবনী প্রক্রিয়ার কারণে সকলেই অগ্রণী দুয়ার ব্যাংকিংয়ের প্রশংসা করেন। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং-এর সহযোগী প্রতিস্থান “দুয়ার সার্ভিসেস লিমিটেড” মেলায় সরাসরি এই আধুনিক, নিরাপদ এবং সহজ ব্যাংকিং কার্যক্রমের সরাসরি প্রদর্শন করেছে। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন