ঢাকা ব্যাংক লিমিটেড ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)- এর মধ্যে সম্প্রতি এক চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি সাক্ষর করেন ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক ও ডিপিডিসি -এর কোম্পানি সেক্রেটারি প্রকৌ. জুলফিকার তাহমিদ। এ চুক্তির আওতায় বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা ব্যাংকের মাধ্যমে ডেসকো-এর বিলের টাকা জমা দেয়া যাবে। এ সময় উপস্তিত ছিলেন ঢাকা ব্যাংক-এর পক্ষ থেকে সৈয়দ আখলাক হোসাইন, এসভিপি ও ম্যানেজার (মহাখালী শাখা), খন্দকার আনোয়ার এহতেশাম, এসএভিপি ও বিভাগীয় প্রধান (কমিউনিকেশনস এন্ড ব্র্যান্ডিং), শামস হাকিম, সিনিয়র অফিসার (কমিউনিকেশনস এন্ড ব্র্যান্ডিং) এবং ডেসকো এর পক্ষ থেকে এমডি রফি উদ্দিন, ইডি (ফিন্যান্স ও একাউন্টস), ইঞ্জিনিয়ার শামীম আহসান চৌধুরী (সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার-আইসিটি), এমডি আব্দুল হালিম (ম্যানেজা -ব্যাঙ্কিং), এমডি আলমগীর হোসাইন (ম্যানেজার কর্পোরেট একাউন্টস), এমডি আবু ইউসুফ (ম্যানেজার এসএন্ডডি একাউন্টস) সহ অন্যান্ন উর্ধ্বতন কর্মকর্তাগণ। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন