শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২০, ৮:১০ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে মহিউদ্দিন ও বৃহস্পতিবার সকালে তয়েজ আলী চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে তাদের মৃত্যু হয়। সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, পৌরসভার ৬নং ওর্য়াড মাইজবাড়ী গ্রামের মৃত আব্দুল কালিম উদ্দিনের ছেলে কোনাবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিন(৫৫)জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পৌর ৫নং ওর্য়াড শিমলা পল্লী কুমলীবাড়ী গ্রামের মৃত হুটকা মন্ডলের ছেলে তয়েজ আলী(৬৭) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজি সফিকুল হক জানান, ২৯ জুলাই তয়েজ আলীর নমুনা পরীক্ষায় দেহে করোনা সনাক্ত হয় এবং গত ১ জুলাই নমুনা পরীক্ষায় মহিউদ্দিনের দেহে করোনা সনাক্ত হয়। পরে তাদেরকে সনাক্ত অনুযায়ী জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টার দিকে মহি উদ্দিন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে তয়েজ আলীর মৃত্যু হয়। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সংশ্লিষ্ট কমিটি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মোতাবেক মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন