স্পোর্টস রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাত থেকে সাফল্য বয়ে আনায় দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান সংবর্ধিত হয়েছেন। আরব আমিরাতে সদ্য সমাপ্ত ১৪তম দুবাই আন্তর্জাতিক জুনিয়র দাবা প্রতিযোগিতায় তিনি অপরাজিত চ্যাম্পিয়ন হন। ফাহাদের কৃতিত্বে দেশের মান বেড়েছে। এই সাফল্যে ফাহাদের দল শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব গতকাল তাকে সংবর্ধনা দিয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের অপর দুই কৃতী খেলোয়াড় ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ এবং ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সংবর্ধিত দাবাড়–দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পুলিশ সুপার শেখ রেজাউল হায়দার। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সভাপতি লায়ন মো. মজিবুর রহমান হাওলাদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন