শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

তবুও আশাবাদী ফুটবল

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বেশ ক’বছর আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের একের পর এক ব্যর্থতা যেন কুড়ে কুড়ে খাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। হতাশ বাফুফে কর্মকর্তারা। তারপরও তারা আশাবাদি গৌহাটি-শিলং এসএ গেমসে বাংলাদেশ অলিম্পিক দল ভালো করবে। গেমসে যাওয়ার আগে গতকাল বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই বললেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তবে হতাশা দিয়েই বক্তব্য শুরু করেন তিনি। নাবিল বলেন, ‘সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের আশাব্যাঞ্জক কোনও পারফরম্যান্স নেই, আমাদের প্রত্যাশা এসএ গেমসে অলিম্পিক দল সেই ব্যর্থতার বৃত্ত ভাঙবে।’ তিনি আরো বলেন, ‘গঞ্জালো মরেনোকে আমরা তার দায়িত্বটা কী তা বুঝিয়ে দিয়েছি। তিনি জানেন তার দায়িত্বটা অনেক বেশি। অভিজ্ঞ এই কোচ বার্সেলোনার মতো বিশ্বখ্যাত ক্লাবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার কাজ হবে এসএ গেমসে দলকে সেরা নৈপুণ্য দেখাতে উদ্ধুদ্ধ করা। আমাদের ফুটবলাররা বেশ কিছুদিন ধরে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তাই তাদের প্রস্তুতিটাও ভলো হয়েছে। দলের প্রায় সবারই জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা করবো ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়বে।’
দলের ম্যানেজার সত্যজিত দাশ রূপু ও কোচ গঞ্জালো মরেনোর কণ্ঠে ছিল একই সুর। কোচ মরেনো বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা। প্রথম ম্যাচে ভুটানকে হারালেই সেমিফাইনালের পথে এগিয় যাবে বাংলাদেশ। আমাদের চিন্তায় এখন শুধু এই ম্যাচটি। নেপাল শক্ত প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষেও জিততে চাই আমরা। সেমিফাইনালে জায়গা পাওয়ার পর অন্য চিন্তা করবো। এখন প্রথম লক্ষ্য সেমিতে খেলা। খেলোয়াড়দের ওপর আস্থা রয়েছে আমার। আশাকরি তারা আমাকে ও জাতিকে নিরাশ করবে না।’ ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেন, ‘আমরা ইন-ডিসিপ্লিনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ দেখিয়েছি এবং দেখাবো। ৯০ মিনিট লড়বে আমার দলের ফুটবলাররা এটাই আমি আশাকরি। তারা মাঠে নিজেদের সেরাটা দিয়ে লড়লে জয় আসবেই। এটা আমার বিশ্বাস।’
অধিনায়ক রেজাউল করিম রেজার কন্ঠেও আশার বাণী। তিনি টিম ওয়ার্কের ওপরই নির্ভর করতে চান। রেজা বলেন, ‘ফুটবলাররা দীর্ঘদিন ধরে দেশকে কোনও সাফল্য উপহার দিতে পারছে না। আমার বিশ্বাস সময় এসেছে সাফল্য উপহার দেয়ার। এসএ গেমসে আমরা ভালো খেলবো এবং দেশকে ভালো কিছু উপহার দেবো। দলের সবাই যদি ঐক্যবদ্ধভাবে লক্ষ্য নির্ধারণ করে তাহলে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করি আমি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন