শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে নতুন শনাক্ত ৩৮, মোট আক্রান্ত ১২০৪জন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৪:০৭ পিএম

কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় আরো নতুন করে ৩৮জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে এখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১২০৪ জনে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করে তিনি আরো জানান, নতুন শনাক্ত ৩৮জনের মধ্যে জিনজিরা ইউনিয়নে ১১জন, কালিন্দী ২জন, শুভাঢ্যা ইউনিয়নে ১৩জন, কলাতিয়া ইউনিয়নে ৬জন, কোন্ডা ইউনিয়নে ১জন, হযরতপুর ইউনিয়নে ১জন, রোহিতপুর ইউনিয়নে ১জন ও উপজেলা ইউএনও অফিসের ১জন রয়েছে। এপর্যন্ত হোম আইসোলেশনে আছে ৬৬৪জন, মোট সুস্থ হয়েছে ৪১০জন এবং মোট মৃত্যু হয়েছে ২৬জনের।এদিকে উপজেলা ১২টি ইউনিয়নেই করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রশাসনের ঢিলেঢালা অবস্থার কারনে এখানে সাধারন মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিকেও তেমন গুরুত্ব দিচ্ছে না। রাজধানী ঢাকাসহ অন্যান্য স্থানের সাথে পাল্লা দিয়ে এখানে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষ এখন চরম আতংকের মধ্যে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন