শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১০জন করোনা আক্রান্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৫:২৮ পিএম

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজাসহ নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকতারুজ্জামান জানান, গত সোমবার (৬ জুলাই) বাঘার ইউএনওসহ ২৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর শুক্রবার রাতে সেগুলোর ফলাফল পাওয়া যায়।
ফলাফলে ইউএনওসহ ১০ জনের করোনাভাইরাস সংক্রমণের পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে ইউএনও নিজ কর্মস্থলের সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ডা. আকতারুজ্জামান জানান, গত ৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত বাঘায় সর্বমোট ৩২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১০ জন, মারা গেছেন ২ জন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সকল রোগীকে হাসপাতাল থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখাসহ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন