শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভুটান সবজি রফতানি করছে না ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

ভুটানে এখন সবজি ফলনের ভর মওসুম। সবজি বিক্রি করে পয়সা আয়ের সুযোগও তাদের সামনে ছিলো। কিন্তু আকস্মিকভাবে ৬ জুলাই থেকে জাইগোয়ান ক্রসিং দিয়ে ভারতে সবজি রফতানি বন্ধ হয়ে গেছে। শুক্রবার ফুয়েন্তসোলিংয়ে ফুড কর্পোরেশন অব ভুটান লি. (এফসিবিএল)-এর নিলাম প্রাঙ্গনে ছিলো সুনশান নীরবতা। স¤প্রতি এফসিবিএল চুখার দামচুতে যে সবজি সংগ্রহ কেন্দ্র খোলে সেটার কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়েছে। এ কেন্দ্রে চাষীরা তাদের ফসল নিয়ে আসার পর সেগুলো এফসিবিএলের ফুয়েন্তসোলিং নিলাম আঙ্গিনায় নিয়ে যাওয়ার কথা। কোভিড মহামারীর কারণে এ ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু জাইগাঁও সীমান্ত পথে কেন ভারতে সবজি রফতানি বন্ধ হয়ে গেছে তা জানা জায়নি। কিছু স‚ত্র বলছে এটা সীমান্তের ওপারে কিছু ব্যবসায়ী গোষ্ঠীর কারসাজি। মহামারীর কারণে ২৩ মার্চ থেকে সীমান্ত ফটক বন্ধ। ফুয়েন্তসোলিংয়ের অনেকের আশঙ্কা তাদের প্রাথমিক কাস্টমার না থাকায় সীমান্তের ওপারে তারা ব্যবসা হারাবেন। কুয়েনসেল, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন