শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রিকটারদের জন্য বিসিবির মনোবিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মার্চ থেকেই করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন। ঘরবন্দী দিন কাটাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটার। করোনাভীতি তো আছেই, কবে শেষ হবে এই অনিশ্চত পথ চলা, এ চিন্তায় মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়েছেন অনেক খেলোয়াড়। ক্রিকেটারদের মানসিকস্বাস্থ্য ঠিক রাখতে মনোবিদের শরণ নিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তারা এরই মধ্যে যোগাযোগ করেছেন কানাডাপ্রবাসী মনোবিদ আলী খানের সঙ্গে, যিনি এর আগেও একাধিকবার কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। আলী খানের সঙ্গে আপাতত বাংলাদেশ অন‚র্ধ্ব-১৯ দল ও নারী দলের পাঁচটি করে ভার্চ্যুয়াল সেশন আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি। মনোবিদের প্রতিটি ক্লাসে আপাতত থাকছেন ২৫জন ক্রিকেটার। দেবাশিষ বলেছেন, ‘আপাতত মেয়েদের ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মানসিক সমর্থন দিতে একজন পেশাদার মনোবিদের চিন্তা করছি আমরা। আমাদের শনিবারের (গতকাল) মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হলে সব আয়োজন করা হবে। জেনেছি নারী বিভাগের চেয়ারম্যান এ বিষয়ে ইতিবাচক।’
মনোবিদের ব্যাপারে বিসিবির গেম ডেভলেপমেন্ট বিভাগও ইতিবাচক। বিভাগের সিনিয়র ব্যবস্থাপক আবু মোহাম্মদ কাওসার বললেন, ‘হ্যাঁ, আমরা ইতিবাচকভাবে চিন্তা করছি। চার মাস তো হয়ে গেল। ওরা একটা ধাক্কা তো খেয়েছেই। ক্রিকেটারদের মানসিকভাবে সমর্থন দিতে এই উদ্যোগটা নিতে চাইছি। এটা নিয়ে মেডিকেল বিভাগ কাজ করছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন