শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আপাতত ‘মুক্ত’ রিজাল

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ফেসবুকে সাবেক এক ক্রিকেটারের একটি পোস্ট। বিশ্বকাপ আসর থেকেই নাম খোয়াতে বসেছিলেন নেপাল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাজু রিজাল। বেশ গুরুতর অভিযোগই উঠেছিল রিজালের বিরুদ্ধে। বয়স চুরির সঙ্গে তিনি নাকি তার নামও বদলে ফেলেছেন তিনি! নেপাল অধিনায়ক রাজু রিজালের প্রকৃত বয়স ১৯ নয় ২৫ বছর। এমন এইট লেখা সম্বলিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ভারতের ক্রিকেটার কুস্তব পাওয়ার। সেখানে তিনি দাবি করেছেন তারা একসাথে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের ক্রিকেট খেলেছেন। তাহলে এখন রাজুর বয়স হওয়ার কথা ২৪ কি ২৫ বছর। আর সে সময় তার নাম ছিল রাজু শর্মা। আর এখন নেপালের অধিনায়ক হিসেবে তার নাম রাজু রিজাল। কুস্তবের অভিযোগের ভিত্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও নড়েচড়ে বসে। তবে রাজুর বিরুদ্ধে উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে তিনি এই অভিযোগ থেকে পার পেয়ে যাচ্ছেন।
চলতি টুর্নামেন্টের আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল যে কাগজপত্র জমা দিয়েছে তাতে সন্তুষ্ট হয়েছে আইসিসি। প্রত্যেক বোর্ডকে নিয়মানুযায়ী আইসিসিকে খেলোয়াড়দের পাসপোর্টের কপি ও জন্ম নিবন্ধন কপি জমা দিতে হয়। আর সেই তথ্যানুযায়ী রাজু রিজাল ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর নেপালের ধানগাড়িতে জন্মগ্রহণ করেছেন। তবে আইসিসি সিএএনের প্রধান নির্বাহী ও নেপালের টিম ম্যানেজার সুদিপ শর্মার সঙ্গেও কথা বলেছেন। আলোচনার পর তারা সন্তুষ্ট হয়েছে। তাই এ বিষয়টিকে আপাতত ‘ক্লোজড’ রাখছে আইসিসি। আগামীকাল রিজালের দল নেপালের সঙ্গেই কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন