বিশ্বের নির্যাতিত ২৫ সাহসী নারীকে নিয়ে বই লিখছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।প্রকাশ করছে বিশ্বসেরা হারপার কলিন্স পাবলিকেশন্স। আগামী বছরই বইটি বাজারে আসবে। গতকাল এ মালালা ফান্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। -দ্য গার্ডিয়ান।
এই বইটিতে মালালা নিজের জীবনের অনেক ঘটনাই তুলে ধরছেন উদাহরণ হিসেবে যে, ভয় না পেলে মানুষ কত উঁচুতে উঠতে পারে। মানুষের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে সে। মালালা ফান্ডের অফিসিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে , এ বইটি একটি অনুপ্রেরণাদায়ী বই। গ্রেটা থানবার্গ , মিরিয়া গোস্তার মতো নারীর জীবনের কিছু উল্লেখযোগ্য দিকও ঠাঁই পাচ্ছে বইতে ।
নারী অধিকার নিয়ে কাজ করা পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই এখন গোটা বিশ্বের নারীদের নিয়ে ভাবেন। তিনি নোবেলজয়ীও। পাকিস্তানে তালেবানের গুলিতে কয়েক বছর আগে প্রাণটাই হারাতে বসেছিলেন , কিন্তু লন্ডনে চিকিৎসার পর সুস্থ হয়ে নতুন উদ্যমে নারীদের জন্য কাজ করা শুরু করেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন