শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মালালার সাফল্যে অভিনন্দন জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১:১২ পিএম

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অন্যতম মুখ নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
 
সম্প্রতি নিজের মাইক্রোব্লগিং সাইটে স্নাতক ডিগ্রি অর্জনের দুটি ছবি শেয়ার করেন মালালা ইউসুফজাই। সেখানে তিনি লিখেছেন, 'আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছি। আমি আমার খুশি ভাষায় প্রকাশ করতে পারব না।'
 
মালালার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন টুইটারে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লিখেছেন, 'মালালা তোমাকে অভিনন্দন! তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি সত্যিই খুব বড় প্রাপ্তি। তোমার এই অর্জনে আমি গর্বিত।'
 
প্রসঙ্গত, পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ইউসুফজাই তালেবানদের বাধা উপেক্ষা করেই নারীশিক্ষার কার্যক্রম চালিয়ে যান। পরে ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। সেই সাহসিকতার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান ২২ বছর বয়সী এই নারী।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
পিন্টু দাস ২২ জুন, ২০২০, ৯:১৩ পিএম says : 0
মালালা সাহসী সৈনিক থাকে অভিনন্দন
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন