শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মোহামেডান ও গুলশান জয়ী

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কলাবাগান ক্রীড়া চক্র আয়োজিত ইফতেখার উদ্দিন আহমেদ মেমোরিয়াল অনূর্ধŸ ১৩ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্রিকেট একাডেমি এবং মোহামেডান ক্রিকেট একাডেমি। দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান করে পল্লিমা ক্রিকেট একাডেমি। জবাবে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১১৮ রান করলে ৭ উইকেটে জয় পায় গুলশান ইয়ুথ ক্রিকেট একাডেমি। ৪৭ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন গুলশানের শাহরিয়ার মাহমুদ শান্ত। দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারের সাত বল বাকি থাকতেই ১০১ রানে গুটিয়ে যায় শেখ জামাল ক্রিকেট একাডেমি। জবাবে ১১.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে (১০২) পৌঁছে যায় মোহামেডান ক্রিকেট একাডেমি। ২৪ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন মোহামেডানের ইফাজ নজরুল শান্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন