শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

বাউফল উপজেলা (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ৪:০৪ পিএম

বাউফলে করোনা উপসর্গ নিয়ে সজল মৃধা (৩৫)নামে এক যুবক মারা গেছেন। রবিবার দিবাগত রাত ৪ টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মদনপুরা ইউনিয়নের মৃধার বাজার এলাকায় । বাবার নাম রশিদ মৃধা। 

জানা গেছে, সজল ১০-১২ দিন আগে নাজিরপুর ইউনিয়নের ধান্দী গ্রামে তাঁর শ্বশুর আলতাফ হোসেন জোমাদ্দারের বাড়ী বেড়াতে আসেন। এরপর জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে কিছুটা সুস্থ্য হয়ে ওঠেন। এরপর পুনরায় আবার অসুস্থ্য হয়ে পড়েন । রবিবার সকালে তার হঠাৎ করে জ্বর ও শ্বাস কষ্ট বেড়ে গেলে ওই দিন ভোর রাতে তিনি মারা যান। নাজিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আবদুর লতিফ মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আখতারুজ্জামান বলেন, “করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে কেউ অবহিত করেনি।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন