বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অসহায় খেলোয়াড়দের পাশে বাস্কেটবল ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ৭:১৬ পিএম

এবার খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। তারা করোনাকালে কর্মহীন ১০০ জন বাস্কেটবল খেলোয়াড়কে অর্থ সহায়তা দিবে। বাছাইকৃত এসব খেলোয়াড়রা প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে প্রায় বেকারত্ব নিয়েই দিন কাটাচ্ছেন। নিজেদের উদ্যোগেই এসব খেলোয়াড়দের অর্থ সহায়তা দিতে যাচ্ছে বাস্কেটবল ফেডারেশন। তথ্যটি সোমবার নিশ্চিত করেছেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে: কমান্ডার (অব:) এ কে সরকার।

করোনা দুর্যোগ শুরু হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কিছুদিন আগে দেশের এক হাজার অসহায় ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে। এই এক হাজারে বাস্কেটবল খেলোয়াড় ছিলেন ১০ জন। তবে দশ জনের বাইরেও অনেক বাস্কেটবল খেলোয়াড় আছেন বর্তমানে যাদের আয়-উপার্জন একেবারে নেই বললেই চলে। করোনাকালে খুব কষ্টে দিন যাচ্ছে তাদের। তৃণমুল পর্যায় থেকে বাছাই করা হয়েছে এমন ১০০ অসহায় খেলোয়াড়রকে। যাদেরকে নিজেদের উদ্যোগে সাহায্য করতে যাচ্ছে বাস্কেটবল ফেডারেশন। সাধারণ সম্পাদক লে: কমান্ডার (অব:) এ কে সরকার জানান, তাদের নানা সীমাবদ্ধতা থাকার পরও উপার্জনহীন এক’শ খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেয়া হবে। প্রত্যেক খেলোয়াড় পাবেন ৩ হাজার টাকা করে।

রাজধানী ঢাকায় যারা বাস্কেটবল খেলেন তাদের বেশিরভাগই সচ্ছল পরিবারের সন্তান। তবে অসহায়দের বেশিরভাগই জেলা পর্যায়ের উদীয়মান খেলোয়াড়। জেলা পর্যায় থেকেই অসহায়দের তালিকা করে তাদের কাছে টাকা পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে বাস্কেটবল ফেডারেশন। এর আগে দশ জন বাস্কেটবল খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে দেয়ায় ফেডারেশন ধন্যবাদ জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন