শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এ মাসেই অর্থ সহায়তা পাচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৬:৪৩ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ সারাদেশের অসহায় ক্রীড়াবিদ,সংগঠক, রেফারি ও কোচসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা এ মাসেই অর্থ সহায়তা পাবেন। তথ্যটি মঙ্গলবার নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্ভরযোগ্য একটি সুত্র। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উদ্যোগে দেশব্যাপী অসহায় ক্রীড়া ব্যক্তিত্বদের সহায়তা করতে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ চুড়ান্ত না হলেও সেই টাকার চেক চলতি মাসের যেকোনো দিন ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে বিতরণ করবে এনএসসি। তবে আগামী ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন পালন অনুষ্ঠানে কয়েকজনের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেয়ার কথা রয়েছে এনএসসির চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের।

এনএসসি’র বিশ্বস্ত ওই সুত্র আরো জানায়, এই অর্থ বন্টনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে তারা। দেশের ৬৪ জেলা থেকে ৪৫ জন করে এবং ৮ বিভাগ থেকে ১০ জন করে ক্রীড়া ব্যক্তিত্ব পাবেন এই অর্থ। প্রত্যেককে দেয়া হবে ৭ হাজার টাকা করে। করোনাকালে অসহায় ক্রীড়াবিদদের সহযোগিতা করতে এর আগে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলোর দেয়া তালিকা অনুযায়ী এক হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দিয়েছে এনএসসি। এবারের পরিসরটা বড়। এবার দেশব্যাপী ক্রীড়াবিদ,সংগঠক, রেফারি ও কোচসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে এই সহায়তা কার্যক্রমে অর্থ পাচ্ছেন কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকরাও। তবে সাংবাদিকদের মধ্যে কারা সহায়তা পাবেন তা এনএসসি নির্বাচন করেনি। তারা দেশের ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠনকে সাড়ে ৯ লাখ টাকা দিচ্ছে। সংস্থাগুলো নিজেদের মতো করে কর্মহীন ও অসচ্ছল ক্রীড়া সাংবাদিকদের মাঝে টাকা বিতরণ করবে। সাংবাদিকদের তিন সংগঠনকে যে সাড়ে ৯ লাখ টাকা দেয়া হচ্ছে তার মধ্যে ৪ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে বাংলাদেশে স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ), ৩ লাখ টাকা পাবে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এবং ২ লাখ ৫০ হাজার টাকা দেয়া হবে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটিকে (বিএসজেসি)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন