শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হস্তক্ষেপ একেবারেই অযৌক্তিক : চীন

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রকল্প অবৈধ : যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ১২:৪৬ এএম

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে। তারই জের ধরে সরাসরি জড়িত না হয়েও দক্ষিণ চীনা সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার তীব্র প্রতিবাদ জানাল চীন। বলল, এটা ‘একেবারেই অযৌক্তিক’। দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে, এমনটাই অভিযোগ করা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে। তার জবাবে মঙ্গলবার আমেরিকায় চীনা দ‚তাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্র কোনভাবেই সরাসরি জড়িত নয়। তা সত্তে¡ও এই বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে।’’ চীনা দ‚তাবাসের বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পেশিশক্তি প্রদর্শনেরও কড়া সমালোচনা করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দক্ষিণ চীন সাগরে শান্তিস্থাপনের অজুহাতে যুক্তরাষ্ট্র আদতে পেশিশক্তি প্রদর্শন করছে, করে চলেছে। এতে দক্ষিণ চীন সাগর এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। তা ওই এলাকার দেশগুলোর মধ্যে বিরোধকে আরও উস্কে দিচ্ছে।’’ অপরদিকে, দক্ষিণ চীন সাগরের একটি অংশের উপক‚ল থেকে চীনের সম্পদ সংগ্রহের চেষ্টা সম্প‚র্ণ বেআইনি বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, তিনি স্পষ্ট করে বলতে চান বিরোধপ‚র্ণ নৌসীমার ‘নিয়ন্ত্রণ নিতে চীনের উস্কানিম‚লক প্রচারণা’ ভুল। সোমবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার এক বিবৃতিতে বিরোধপ‚র্ণ এলাকায় দ্বীপটির প্রতি চীনের দাবির নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ওই অঞ্চলে এককভাবে নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার কোনও আইনগত ভিত্তি বেইজিংয়ের নেই। যুক্তরাষ্ট্র আগে থেকে বলে আসছে আঞ্চলিক বিরোধে কোনও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। তবে সোমবারের বিবৃতিতে মাইক পম্পেও বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ওই অঞ্চলে ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দাবি রয়েছে। সিনহুয়া, রয়টার্স, বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
উজ্জল ১৫ জুলাই, ২০২০, ২:৫৩ এএম says : 0
আমেরিকার সময় শেষ হয়ে আসছে
Total Reply(0)
আরাফাত ১৫ জুলাই, ২০২০, ৩:০১ এএম says : 0
বিশ্বকে নিয়ে মাথা না ঘামিয়ে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের কথা চিন্তা করা।
Total Reply(0)
মনিরুল ইসলাম ১৫ জুলাই, ২০২০, ১০:০৬ এএম says : 0
এই অঞ্চলে মার্কিন আগ্রাসনের যুগ শেষ হয়ে গেছে।
Total Reply(0)
নাঈম ১৫ জুলাই, ২০২০, ১০:০৭ এএম says : 0
দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রকল্প বৈধ না অবৈধ, সেটা যুক্তরাষ্ট্রের না দেখলেও চলবে
Total Reply(0)
আবির ১৫ জুলাই, ২০২০, ১০:০৮ এএম says : 0
মার্কিন অভিযোগের কোন ভিত্তি দেখছি না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন