শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অলিম্পিকের আগে ব্রাজিলের জাপান জয়

প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলে প্রথম স্বর্ণ জয়ের লক্ষ্যে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে জাপানকে ২-০ গোলে হারিয়েছে নেইমাররা। গেলপরশু রাতের এই ম্যাচে ৩২তম মিনিটে গাব্রিয়েল বারবোসার নৈপুণ্য ও কিছুটা ভাগ্যের জোরে এগিয়ে যায় ব্রাজিল। ‘গাবিগোল’ নামে পরিচিত এই ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের এক জনের গায়ে লেগে জালে জড়ায়। এর আট মিনিট পর একটি কর্নারে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ২২ বছর বয়সী পিএসজির ডিফেন্ডার মারকুইনিয়োস। নেইমার ও চিয়াগো মোত্তার গোলের প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে ব্যবধান বাড়তে পারতো। বার্সেলোনা তারকা নেইমারের কাঁধে চড়েই অলিম্পিক ফুটবলে সোনা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। উদ্বোধনের আগের দিন ৪ আগস্ট ফুটবলে স্বর্ণপদকের লড়াই শুরু হয়ে যাবে। ওই দিনই ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের অভিযান। ‘এ’ গ্রæপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্ক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন