শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবাব সিরাজউদ্দৌলা শাহাদতবার্ষিকী সংখ্যা

চট্টগ্রামে ৩ জনের মৃত্যু সুস্থ ১১৮

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রামে নতুন করে আরো ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৫০ জনের নমুনা পরীক্ষা করে এ ১৫৯ জনের সংক্রমণ শনাক্ত হয়। চট্টগ্রামে এ পর্যন্ত ৪৮ হাজার ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ১২ হাজার ৪৮৯ জনের। গতকাল শুক্রবার সুস্থ হয়েছেন আরো ১১৮ জন। এ নিয়ে মোট সুস্থ সাত হাজার ৪৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় তিন জনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ২২০ জন। মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন ৩০৯ জন, বাসায় আছেন ৮৩৮ জন। বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৭ জন করোনা রোগী। আর উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরো ২৫১ জন। আইসিইউতে আছেন ৩৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন