শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দলে যোগে বাধা নেই করোনামুক্ত ভাট্টির

পাকিস্তান দলের ইংল্যান্ড সফর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

পাকিস্তান থেকে ইংল্যান্ডগামী উড়ান ধরার আগে যে করোনা পরীক্ষা হয়েছিল, তাতে কাশিফ ভাট্টি নেগেটিভই হয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডে গিয়ে আবার করোনা ধরা পড়ে বাঁহাতি স্পিনারে। গতকাল আবার সুখবর পেলেন সেই ভাট্টি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ হয়েছেন ভাট্টি। তাই আর দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই তার। ইসিবির এক মুখপাত্র আজ ভাট্টিকে নিয়ে সুখবর দিলেন, ‘খেলোয়াড়টির দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ এসেছে। তাই অন্য খেলোয়াড় ও স্টাফদের সংক্রমিত হওয়ার শঙ্কা নেই।’
ইংল্যান্ডে রওনা দেওয়ার আগে পিসিবির করানো পরীক্ষায় ভাট্টি দুবার কোভিড-১৯ নেগেটিভ হয়েছিলেন। এমনকি বিমানে উঠতে যে পরীক্ষা করিয়েছিলেন, সেখানেও নেগেটিভ এসেছিল। সেই তিনিই আবার জৈব নিরাপদ পরিবেশে ইসিবির করা পরীক্ষায় পজিটিভ হন! তখন তাঁকে নিয়ম মেনে দল থেকে বিচ্ছিন্ন হয়ে সঙ্গনিরোধ অবস্থায় রাখা হয়। ইসিবির এক মুখপাত্র বলেছেন, ‘ইংল্যান্ডের জনস্বাস্থ্য ও ভাইরাসবিদের ভাষ্য অনুযায়ী, আগে যে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন, সেটি পুরোপুরি তার শরীর থেকে যায়নি। নিরাপত্তা আগে, এটির ভিত্তিতে খেলোয়াড়কে আলাদা করে ফেলা হয়েছে।’
সুসংবাদ পেয়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফও। এর আগে তিনি পজিটিভ হলেও অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। পিসিবি বলছে হারিস যদি আবারও নেগেটিভ হয় তবেই ২৬ বছর বয়সী পেসারকে পাঠানো হবে ইংল্যান্ডে। যেখানে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আগামী ৫ আগস্ট শুরু হবে টেস্ট সিরিজ। সীমিত ওভারের সিরিজ শুরু হবে ২৮ আগস্ট থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন