শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

রহস্যজনকভাবে মারা গেলেন অলিম্পিক ফিগার স্কেটার একাতারিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ৫:৫৪ পিএম | আপডেট : ৬:০০ পিএম, ১৯ জুলাই, ২০২০

এবার রহস্যজনকভাবে মারা গেলেন অলিম্পিক ফিগার স্কেটার একাতারিনা।রাশিয়ায় জন্মগ্রহণকারী এই ফিগার স্কেটার খ্যাতির বিড়ম্বনা নিয়েই চলে গেলেন। একাতারিনা আলেক্সজান্দ্রাভস্কায়ার বয়স ছিল মাত্র ২০ বছর। -বিবিসি, সিএনএন

আহত হওয়ায় গত ফেব্রুয়ারিতে তিনি ফিগার স্কেটিং থেকে অবসর নেন এবং বিমর্ষ হয়ে পড়েন।২০১৮ সালের শীতকলীন অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে একাতারিনা অংশ নেন। তার সহযোগী ছিলেন হার্লে উইন্ডসর। ২০১৭ সালে তারা বিশ্ব জুনিয়রে শিরোপা জিতেছিলেন। উইন্ডসর বলেন, একাতারিানার সঙ্গে ফিগার স্কেটিং অংশ নিয়ে যা অর্জন করেছি তা কখনো ভোলার নয়।

একটি রুশ সংবাদ মাধ্যম বলছে, একাতারিনা তার সাততলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার কোচ আন্দ্রেই খেকালো জানান, একাতারিনা মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। অস্ট্রেলিয়া অলিম্পিক টিমের প্রধান আয়ান চেস্টারম্যান এক বিবৃতিতে বলেছেন, একাতারিনা ছিলেন পানিতে ভীতিহীন এক মাছের মত। কৃতি ও অবিশ্বাস্য এক এ্যাথলেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন