স্পোর্টস ডেস্ক : ফুটবলের পাড়ভক্ত হিসেবে আগেই নাম কুড়িয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি যে লিওনেল মেসির ভক্ত এটাও সবার জানা। মেসি ভক্তরা এটুকু জেনেই হয়তো খুশি হতে পারেন। কিন্তু তার চেয়ে খুশির খবর হল ৭৯ বছর বয়সী এই খ্রিস্টান ধর্মগুরুর বিচারে মেসি শুধু সময়ের সেরাই নয়, তিনি সর্বকালের সেরা।
পোল্যান্ডের ক্রাকাউয়ে পরশু পোপ হাজির হয়েছিলেন বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে। সেখানে ১২ জন যুবকের সাথে মধ্যাহ্নভোজের সময় হঠাৎ এক যুবক তাঁকে প্রশ্ন করে বসে, ‘কে সর্বকালের সেরা, ম্যারাডোনা নাকি পেলে?’ জবাবে কোনো বর্ণনা ছাড়াই পোপ বলেন, ‘আমার বিচারে মেসি।’ ৭৯ বছর বয়সী নিজের চর্মচক্ষু দিয়ে দেখেছেন পেলে আর ম্যারাডোনার খেলা। এখন দেখছেন লিওনেল মেসিকে। বিশ্বের অনেকেই তাঁর কথাকে মানে আদেশের মত। সেই পোপের মুখে মেসির সর্বকালের সেরার স্বীকৃতি তো বিশাল কিছুই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন