শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সখিপুর ইউএনও’র ছেলেসহ নতুন করোনায় আক্রান্ত পাঁচজন

সখিপুর(টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১:২০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)এর আট বছরের ছেলেসহ নতুন করে পাঁচজন করোনা ভাইরাস(কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এর পূর্বে সখিপুর ইউএনও’র স্বামী প্রকৌশলী ও ইউএনও করোনায় আক্রান্ত হন। বুধবার(২২জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সখিপুরে ৬০জন করোনায় আক্রান্ত হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ২২জন সুস্থ হয়েছে। একজন মৃত্যুবরন করেছে। নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছে ৩৭জন। করোনা ভাইরাসে নতুন আক্রান্তরা হলো-ইউএনও’র ছেলে,পৌর ৬নং ওয়ার্ডের একজন, ৭নং ওয়ার্ডের একজন,নলুয়া এলাকার একজন,কালিদাস এলাকার একজন। উল্লেখ্য,সখিপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আসমাউল হুসনা লিজা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রশাসনিক তৎপরতা কমে যাওয়ায় হাট,বাজার,দোকানপাটে স্বাস্থ্যবিধি নিয়মতান্ত্রিকভাবে না মানার কারনে দিনকে দিন সখিপুরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন