মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ১০ হাজার ৯০৮, সুস্থ ৫ হাজার ৮৭ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১:৩৪ পিএম

আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বিভাগের আট জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৭ জন।
তিনি জানান, সক্রিয় ৫ হাজার ৮২১ জন রোগীর মধ্যে ৩ হাজার ৯৭১ জনেরই তেমন উপসর্গ নেই। তাই তারা বাড়িতেই আইসোলেশনে আছেন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন ১ হাজার ১১৬ জন।
রাজশাহী বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৯০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৩, নাটোরে ১, জয়পুরহাটে ২ জন, সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন। সর্বশেষ বুধবার বগুড়ায় ৫ জনের মৃত্যু হয়েছে।
এ দিন নতুন শনাক্ত হয়েছেন ২১৯ জন। এর মধ্যে রাজশাহীতেই শনাক্তের সংখ্যা ৭৮ জন। এর বাইরে বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ৫০ জন, পাবনায় ২৮ জন, নওগাঁয় ৩ জন এবং জয়পুরহাটে ১ জন শনাক্ত হয়েছেন।
বিভাগে মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৩৭০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৪২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮, নওগাঁয় ৮৪৪, নাটোরে ৩৮৭, জয়পুরহাটে ৬৫৬, সিরাজগঞ্জে ১ হাজার ১৮০ জন এবং পাবনায় ২১৪ জন শনাক্ত হয়েছেন।
বুধবার বিভাগে সুস্থ হয়েছেন ২৩১ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ২৮ জন, নাটোরের ৮ জন, জয়পুরহাটের ২ জন, বগুড়ার ১৭৯ জন, সিরাজগঞ্জের ৬ জন এবং পাবনার ৪ জন রয়েছেন।
বিভাগের মধ্যে এ পর্যন্ত রাজশাহীর ৭৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩৮ জন, নওগাঁর ৬৪০ জন, নাটোরের ১৫২ জন, জয়পুরহাটের ১৯৭ জন, বগুড়ার ২ হাজার ৫৭৫ জন, সিরাজগঞ্জের ৩০৯ জন এবং পাবনার ৩১৩ জন করোনামুক্ত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন