শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে মাস্ক ব্যবহারে তৎপর ভ্রাম্যমাণ আদালত

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

রাজশাহীতে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মাঠে তৎপর রাজশাহীর প্রশাসন। গতকাল নগরীর বিভিন্ন পয়েন্টে মাস্ক ব্যবহার না করার অপরাধে সাতজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল দশটা থেকে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাত জনকে ১৯০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।
তিনি বলেন, নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট, নিউমার্কেট, বড়কুঠির ও সার্কিট হাউজের সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক পরিধান না করায় পৃথক পৃথক ভাবে সাত জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন