বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৯৬ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ৩:৫৮ পিএম

আজ দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাগঞ্জে এ দিন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘন্টায় বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০১ জন। শুক্রবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১০৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৪৯৪ জন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৮৩ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ১ জন, জয়পুরহাট ৩ জন, বগুড়ায় ৫০ জন, সিরাজগঞ্জে ৩৪ জন ও পাবনায় ১৮ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৪২০ জন। এছাড়াও মহানগরীতে ১ হাজার ৯৮৪ জনসহ রাজশাহী জেলায় ২ হাজার ৫১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮ জন, নওগাঁয় ৮৫১ জন, নাটোরে ৩৮৮ জন, জয়পুরহাটে ৬৫৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ২১৪ জন ও পাবনায় ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৪৭ জন। এর মধ্যে রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নওগাঁয় ১৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ৯১ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫ হাজার ৪৯৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৯৫৯, চাঁপাইনবাবগঞ্জে ১৫৩ জন, নওগাঁয় ৬৪৫ জন, নাটোরে ১৫২ জন, জয়পুরহাট ১৯৭ জন, বগুড়ায় ২ হাজার ৭৫৯ জন, সিরাজগঞ্জ ৩১০ জন ও পাবনায় ৩১৯ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন