রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রীড়াঙ্গণের প্রতিভা অন্বেষণ কার্যক্রম

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কাবাডি
কাবাডি অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা বিভাগের প্রতিভা অন্বেষণ কার্যক্রমের জন্য আরও তিনটি অঞ্চলের চারটি জেলায় বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল রংপুর অঞ্চলের নওগাঁ, ঢাকা অঞ্চলের টাঙ্গাইল ও ময়মনসিংহ এবং গোপালগঞ্জ অঞ্চলের কুষ্টিয়া জেলায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই শুরু হয়। এইসব জেলার বাছাই পর্বে বিভিন্ন স্কুলের বালক ও বালিকারা অংশ নিচ্ছেন। প্রত্যেক জেলার চারজন করে প্রতিভাবান কাবাডি খেলোয়াড় বাছাই করে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে।
বক্সিং
‘আমরা খুঁজছি সেরা বক্সার, দেশের সম্মানে তোমাদের দরকার’ এই সেøাগানকে সামনে রেখে গত ২৬ জুলাই ময়মনসিংহ বিভাগে শুরু হয় অনূর্ধ্ব-১৬ বয়সী বক্সিং প্রতিভা অন্বেষণ কার্যক্রম। গতকাল শেষ হয়েছে বিভাগের চার জেলায় প্রতিভাবান বক্সার বাছাই। এই কার্যক্রমে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা প্রত্যেক জেলায় ১০জন করে কিশোর ও ছয়জন করে কিশোরী প্রতিভাবান বক্সার বাছাই করা হয়। যাদেরকে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অনুশীলন শেষে সনদপত্র দেয়া হবে। ১০ আগস্ট ঢাকা বিভাগের ১৩টি জেলায় এক সঙ্গে শুরু হবে বক্সিং প্রতিভা অন্বেষণ কার্যক্রম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন