বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে প্রাণঘাতী করোনায় একদিনে পাঁচজনের মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ২:৩৬ পিএম

সিলেটে প্রাণঘাতী করোনাভাইরাসে গত কয়েকদিন একজন-দুজন-তিনজন করে করোনায় আক্রান্ত হয়ে মারাও গেলেও গতকাল সিলেটে মরণথাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা। একদিনে কেড়ে নিয়েছে সিলেটের পাঁচজনের প্রাণ।
এর পূর্বে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৮, সুনামগঞ্জের ১৭ ও হবিগঞ্জের ৭ জন। এই ৬৭ জনকে নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪১৩।
সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৭৪১৩ জনের মধ্যে সিলেট জেলায় ৩৯৮২, সুনামগঞ্জে ১৩৯৭, হবিগঞ্জে ১১১৬ ও মৌলভীবাজার জেলায় ৯১৮ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৯৬ জন। এর মধ্যে সিলেটে ৭৯, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ২৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে সিলেটে ১৩, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ২১ ও মৌলভীবাজারে ১৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১০০ জন। এর মধ্যে সিলেটে ৯৮২, সুনামগঞ্জে ১০৬২, হবিগঞ্জে ৫৬১ ও মৌলভীবাজারে ৪৯৫ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ১০/৩/২০২০ ইংরেজি তারিখ হতে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৬৫৫৫ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৫৯৪১ জনকে।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৬১৪ জন। এর মধ্যে সিলেটে ৪২৭, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৮ ও মৌলভীবাজারে ৯০ জন।
আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৩৪৩ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ১৪৪ ও মৌলভীবাজারে ৭৪ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।
এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা কেড়ে নিয়েছে পাঁচজনের প্রাণ। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই পাঁচজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৫-এ। এর মধ্যে সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ১০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন