শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা বিভীষিকায় ঠাকুরগাঁওয়ে বন্ধ হলো জেলার সবচাইতে বড় গরুর হাট সংলগ্ন ব্যাংক

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১১:৫৫ এএম

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক গত ২২ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন , এরপর বাকি ৮ জন কর্মচারি-কর্মকর্তার সকলেই কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ায় সাময়িকভাবে বন্ধ করে দিতে হলো ব্যাংকটির সব কার্যক্রম। এভাবেই করোনা বিভীষিকায় ঈদ উল আজহাকে সামনে রেখেও জেলার সবচাইতে বড় কোরবানির হাটের একমাত্র ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) যাদুরানী শাখাকে বন্ধ করতে বাধ্য হলো প্রশাসন।এ ঘটনায় জেলার কোরবানীর গরু বেচাকেনায় বিরূপ প্রভাবের আশংকা করছেন সংশ্লিষ্টরা।
এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিম বলেন, ব্যাংকটির শাখা ব্যবস্থাপক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তাই জনস্বার্থে যাদুরানী কৃষি উন্নয়ন ব্যাংকের সব ধরনের লেন-দেন সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আসে ততোদিন শাখাটি বন্ধ রাখতে বলা হয়েছে। এ ব্যাপারে কোরবানির পশু বেচাকেনায় বিরূপ প্রভাব পড়তে পারে কিনা সে প্রশ্নে তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থে আমাদের অন্য কোনো বিকল্প ছিলো না।
রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুস সামাদ বলেন, যাদুরানী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইসাহাক আলী অসুস্থ হলে গত ১৮ জুলাই রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠাই। ২০ জুলাই তার করোনা পজেটিভের রিপোর্ট আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এদিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার যাদুরানী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইসাহাক আলী করোনায় আক্রান্ত হয়ে গত ২২ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর হরিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ২২ জুলাই ব্যাংকটিতে কর্মরত ৭ কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠান। ২৬ জুলাই তাদের সকলের করোনা পজেটিভ রিপোর্ট আসে।এরপরই সোমবার থেকে ব্যাংকটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করে হরিপুর উপজেলা প্রশাসন।
এদিকে হরিপুরের সাংবাদিক কবিরুল ইসলাম জানান, ব্যাংকটি যাদুরাণী হাটে স্থাপন করার পেছনে অন্যতম কারণ ছিলো , এই হাটটি জেলার সবচাইতে বড় গরু বেচাকেনার হাট। সীমান্ত সংলগ্ন হাটটি করিডোরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে বৈধভাবে ভারত থেকে আসা গরু বেচাকেনারও সবচাইতে বড় বাজার। আর যে সময় আসন্ন কোরবানীর ঈদকে কেন্দ্র করে বছরের সবচাইতে বড় লেনদেনটি হতো সে সময়ে ব্যাংকটি বন্ধ হওয়ায় বিপদে পড়েছেন গরুর ব্যবসাকেন্দ্রীক এ ব্যাংক গ্রাহকরা।
ব্যাংক গ্রাহক যাদুরাণী হাটের ব্যবসায়ি আব্দুস সালাম বলেন, ব্যাংকে আমার টাকা আটক হয়ে আছে, ব্যবসা নিয়ে বড় বিপদে পড়েছি। পার্শ্ববর্তী রাকাব রাণীশংকৈল শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন বলেন, যেহেতু ব্যাংকটির অনলাইন কার্যক্রম শুরু হয়নি সে কারণে অন্য কোনো শাখা থেকেও এখানকার গ্রাহকরা ব্যাংক বন্ধ থাকাকালীন নিজ নিজ একাউন্টের টাকা উঠাতে বা জমা দিতে পারবেন না। রাকাবের ঠাকুরগাঁও জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সফিকুল ইসলাম জানান, জেলায় ব্যাংকটির ২০টি শাখার মধ্যে মাত্র ৩টি শাখায় অনলাইন কার্যক্রম আছে , ফলে বাকি ১৭টি শাখার সব গ্রাহকই অনলাইন সুবিধাবঞ্চিত। এ ব্যাংকের সবগুলো শাখাই রাজশাহী ও রংপুর বিভাগে যার সংখ্যা ৩ শ ৮৭টি এখন পর্যন্ত তার মধ্যে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে ১শ ৯টি শাখায়। ব্যাংকের যাদুরাণী শাখা অনাকাঙ্ক্ষিত কারণে বন্ধ থাকায় জেলায় সার্বিকভাবেই কোরবানীর গরু বেচাকেনায় বিরূপ প্রভাবের আশংকা করছেন জেলাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন