বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

উন্নত নগর গঠনে কাজ করেছি : মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গত ৫ বছরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলে দ্রুত নগরায়ন ঘটেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চট্টগ্রামকে একটি আধুনিক ও উন্নত শহরে পরিণত করতে কাজ করেছি। এর সুফলও নগরবাসী পাচ্ছেন। নগরীর ৪১ ওয়ার্ডে এলইডি বাতি স্থাপনের ফলে প্রতি মাসে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। শহরের রাস্তাঘাটে আলোর পরিমাণ আগের চেয়ে অনেকগুণ বেড়েছে।
তিনি গতকাল নগরীর উত্তর খুলশী আবাসিক এলাকায় ৩.৫ কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপন কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় কাউন্সিলর মোরশেদুল আলম, জেসমিন পারভীন জেসী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, নাছিরাবাদ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার উদ্বোধন করেন মেয়র। আট কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে বাজার সংস্কার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন