শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুটি গণশৌচাগার উদ্বোধন করলেন মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গণ-শৌচাগার স্বাস্থ্য সুরক্ষার একটি আবশ্যকীয় উপাদান। এই খাতে সরকার ও চসিকের বরাদ্দের চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করে স্বাস্থ্য নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হচ্ছে।

তিনি গতকাল বুধবার নগরীর কাপ্তাই রাস্তার মাথা এবং ২ নং গেইট শেখ ফরিদ মার্কেট সংলগ্ন এলাকায় চসিক নির্মিত দুটি আধুনিক গণ শৌচাগারের উদ্বোধনকালে এ কথা বলেন। শৌচাগার নির্মাণে একটিতে ৫৭ লাখ ৪২ হাজার ৬৭৪ টাকা ও অন্যটিতে ৪১ লাখ ৫ হাজার ৫৫৭ টাকা ব্যয় হয়েছে। এতে প্রতিবন্ধী, শিশু, নারী ও পুরুষদের পৃথক পৃথকভাবে টয়লেট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে। এ সময় স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আজম, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন