শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইন্দুরকানীতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

পিরোজপুরের ইন্দুরকানীতে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার চরনি পত্তাশী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধু সুদন হালদারের বাড়ি থেকে তার স্ত্রী গোলাপি রানী হালদারের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে।

মধু সুদন হালদার জানান, সোমবার বিকালে তিনি পাশের গ্রামের হাটে গিয়ে ছিলেন। এসময় স্ত্রী বাড়িতে একাই ছিলো। হাট থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে ২য় তলায় গোলাপি রানীর বিবস্ত্র লাশ দেখতে পান। এসময় তার মাথা, গলা ও মুখে আঘাতের চিহ্নও দেখতে পান তিনি। এছাড়া গোলাপি রানীর গলায় থাকা এক ভরি ওজনের সোনার চেইন ও কান বালা পাওয়া যায় নাই। ঘরের একটি ড্রয়ার ও সুটকেস ভাঙা পাওয়া যায়। মধু সুদন দাবি করেন তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। মধু সুদনের এক ছেলে মানিক হালদার আমেরিকার নাগরিক। এছাড়া দুই মেয়ে শ্বশুর বাড়িতে থাকেন।

ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, আমরা রাতেই গোলাপি রানীর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করেছি। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়েই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন