শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

কামাল আতার্তুক মিসেল : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০০ এএম

কুমিল্লার দেবিদ্বারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আশা জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। গতকাল সকাল ৯টা থেকে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কয়েকশ’ শ্রমিক মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে আগুন লাগিয়ে শ্রমিকরা প্রতিবাদ করতে থাকেন। এতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সড়ক কার্যত অচল হয়ে পড়ে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ দৈনিক ইনকিলাবকে জানান, এ ব্যাপারে শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। মালিকপক্ষ বুধবার শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে সকাল ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। তিনি আরও জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন