বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শাস্তি দেড় বছর কমিয়েও অসন্তুষ্ট আকমল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

আপিলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ হয়ে গেছে অর্ধেক। শাস্তি তিন বছর থেকে কমিয়ে করা হয়েছে দেড় বছর বা ১৮ মাস। তারপরও সন্তুষ্ট হতে পারছেন না উমর আকমল। শাস্তি আরও কমাতে নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার কথা জানিয়েছেন তিনি।
আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে গেল এপ্রিলে আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। মূলত, ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা গোপন করায় শাস্তি দেওয়া হয় তাকে। সবশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন তিনি। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের শাস্তি অবশ্য কার্যকর হয়েছে গেল ফেব্রুয়ারি থেকে।
এরপর গেল মে মাসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন আকমল। গতকাল লাহোরে এক শুনানি শেষে জানানো হয়েছে রায়। পাকিস্তানের সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ও স্বাধীন বিচারক ফকির মোহাম্মদ খোখার দেড় বছর কমিয়েছেন আকমলের শাস্তি। ফলে আগামী বছরের ১৯ অগাস্ট ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। তবে শাস্তি আরও কমানোর আশায় আছেন আকমল। তার যুক্তি, অতীতে প্রায় একই ধরনের অপরাধ করলেও কম শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। তার দাবি অম‚লক নয়, পেসার মোহাম্মদ ইরফান ৬ মাসের ও স্পিন-অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘এখনও আমি সন্তু’ নই এবং কীভাবে সামনে এগোতে পারি তা নিয়ে আমার আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলব। আগেও অনেক ক্রিকেটার আমার মতো ভুল করে কতটা শাস্তি পেয়েছে দেখুন, আর আমি কতটা পেয়েছি।’
পাকিস্তানের হয়ে প্রায় ১১ বছরের ক্যারিয়ারে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন আকমল। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা দারুণ করেছিলেন এই প্রতিভাবান ব্যাটসম্যান। তবে সময়ের সঙ্গে প্রত্যাশিত উন্নতি করতে পারেননি। বারবার খবরের শিরোনাম হয়েছেন মাঠের বাইরের নানা বিতর্কে। শাস্তি কমাানোর পর আগামী বছর ১৯ আগস্ট থেকে আবার ক্রিকেটে ফিরতে পারবেন উমর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন