কুষ্টিয়ায় নতুন করে আরো ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের বরাত দিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, পিসিআর ল্যাবে ২৯ জুলাই মোট ৩৭৩ টি স্যাম্পলের নমুুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া ১৭৯, চুয়াডাঙ্গা ৮৮, ঝিনাইদহ ৮২ ও মেহেরপুর ২৪ নমুনা ছিলো। তাতে কুষ্টিয়ায় নতুন করে আরো ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলার ৩২ জন, দৌলতপুর উপজেলায় ৩জন, মিরপুর উপজেলায় ৭, কুমারখালী উপজেলায় ৩ জন ও ভেড়ামারা উপজেলার ৩ জন। জেলায় এ নিয়ে ১ হাজার ৫২৭ জন কোভিড রোগী শনাক্ত হলেন আর মারা গেছেন ৩২ জন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের পক্ষ থেকে জানানো হয়, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন