শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই সিলেটে, আক্রান্ত ৭০ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৪:৪১ পিএম

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরোও ৭০ জন। এছাড়া বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনেরত ৮৩ জন হয়েছেন সুস্থ। তবে বিভাগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি ওই সময়ের মধ্যে। শুক্রবার (৩১ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদন এ তথ্য উঠে আসে। বিভাগে শনাক্ত ৭০ জন রোগীর মধ্যে সিলেট ৩৭, সুনামগঞ্জ ৩৭, হবিগঞ্জে ২২ জন। তবে মৌলভীবাজার শনাক্ত হননি কানো করোনা আক্রান্ত রোগী। সুস্থ হওয়া রোগীদের মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ৩১ জন। ১৩ জন সুস্থ হয়েছেন সিলেটে। সুনামগঞ্জে ১৮ জন করোনাকে করেছেন জয়। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ২১ জন। বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর ৭ হাজার ৮০৯ জন। এর মধ্যে সিলেট অর্ধেকেরও বেশি ৪ হাজার ১৯১ জন। এছাড়া মৌলভীবাজারে ৯৮৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৭২ ও হবিগঞ্জে ১ হাজার ১৬০ জন। বিভাগের ১৬৭ জন চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে করোনা আক্রান্ত রোগী। বিভাগের ৩ হাজার ৪৬৫ জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন, ১৪৬ জন মৃত্যুবরণ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন