কক্সবাজার মেডিকেল কলেজ করোনা ভাইরাস নমুনা পরীক্ষার সংখ্যা ৩০ হাজারে দাঁড়িছে। ২ মে থেকে কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে গত তিন মাসে সন্দেহজনক করোনা রোগীর নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ২৮ জনের।
১ আগষ্ট পর্যন্ত কক্সবাজারে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ হাজার ৪৩৮। মৃত্যু হয়েছে ৬ জন রোহিঙ্গাসহ ৬২ জনের।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া সূত্রে এটি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, সরকার করোনা রোগীর নমুনা পরীক্ষায় সারা দেশে ৮২ টি পিসিআর ল্যাব স্থাপন করেছে। এর মধ্যে ঢাকায় ৫০ টি এবং ঢাকার বাইরে ৩২ টি।
বিদেশ যাত্রীদের নমুনা পরীক্ষা করে সনদ দেয়ার জন্য যে ১৭ টি ল্যাবকে অনুমতি দেয়া হয়েছে তার মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবও আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন