শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে আক্রান্ত ৩০ সুস্থ ৭৪ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ১০:২২ এএম

চট্টগ্রামে সর্বনিম্ন টেস্টে ৩০ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে । গত চব্বিশ ঘণ্টায় দুটি ল্যাবে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনায় মৃত্যশূণ্য এ দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৭৪ জন।

রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
গত চব্বিশ ঘণ্টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৮ জনের এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০ জনের। বাকি চারটি ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি। নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে নগরীর বাসিন্দা ২৪ জন, ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ৪৮০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৩ জন। নতুন করে ৭৪ জনসহ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪০৫ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও প্রায় সাত হাজার মানুষ। চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ এপ্রিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন