শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ান একত্রিত হবেই : চীন

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি বেইজিংয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

তাইওয়ানের সঙ্গে সামরিক মহড়ার জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় চীনের সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা কর্নেল রেন গুয়োকোয়াং যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমরা আশা করি, যুক্তরাষ্ট্র তার ভুল শুধরে নেবে এবং একই ভুল বারবার করবে না। যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ ‘দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও জানান তিনি। বেইজিংয়ে প্রেস কনফারেন্সে রেন গুয়োকোয়াং আরও বলেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যা এ অঞ্চলে অস্থিরতা তৈরি করবে। এ সিদ্ধান্ত সম্প‚র্ণ ভুল এবং খুবই বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত চীন অবশ্যই একত্রিত হবে (তাইওয়ানের সাথে), এবং চীনা জাতির মহান জাতীয় পুনরুজ্জীবন অবশ্যই অর্জিত হবে। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ খুব ভুল বার্তা পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ একক চীনের নীতিকে লঙ্ঘন করেছে। কর্নেল রেন গুয়োকোয়াং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে দাম্ভিক বলেও আখ্যা দেন। অপরদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক চীনা সাংবাদিকদের দেশটি থেকে বের করে দেয়া হলে পাল্টা পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেইজিং। এমনকি হংকংয়ের মার্কিন সাংবাদিকদের ক্ষেত্রেও একি পদক্ষেপ নেয়া হবে। মঙ্গলবার এ তথ্য দিয়েছেন গেøাবাল টাইমসের প্রধান সম্পাদক হু সিজিন। হু সিজিনএক টুইট পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র এখনো চীনা সাংবাদিকদের ভিসা নবায়ন করেনি, সেই অবস্থা বিবেচনায় নিয়ে চীনও একটি খারাপ অবস্থার জন্য প্রস্তুত নিচ্ছে। অর্থাৎ চীনা সাংবাদিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। যদি ঘটনা এমনই হয়, তবে চীন প্রতিশোধ নেবে, যাতে হংকংয়ে অবস্থান করা মার্কিন সাংবাদিকরাও অন্তর্ভুক্ত হবেন। চীনা সাংবাদিকদের ভিসার মেয়াদ ৯০ দিনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সময় বাড়ানোর একটা সুযোগ আছে, যেটা ১১ মে থেকে কার্যকর। সিনহুয়া, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন