বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটনায় সিলেট বেতারের সম্প্রচার ব্যাহত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১২:০৪ পিএম

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাব স্টেশনে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটেছে। এতে ব্যাহত হয়েছে সম্প্রচার কার্যক্রম।

জানা গেছে, আজ বুধবার সকাল ৮টার দিকে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের হঠাৎ বন্ধ হয়ে যায় সম্প্রচার কার্যক্রম। কেন্দ্রের নিজস্ব সাব স্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত সকাল ৮ টার ইংরেজি সংবাদের পর থেকে বন্ধ হয়ে যায় সম্প্রচার। তখন দেড় ঘণ্টার মতো সময় চ্যানেল ৮৮.৮ এফ এম ও ১০৫.২এফ - এম ছিলো বন্ধ। পরবর্তীতে পৌনে নয়টার দিকে একটি চ্যানেলে সম্প্রচার কার্যক্রম শুরু হয় আবার। সিলেট কেন্দ্রের পরিচালক মো. ফখরুল আলম জানান, ‘কেন্দ্রের ভেতরের সাব স্টেশনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হওয়ায় সাময়িক সময়ের জন্য সম্প্রচার বন্ধ রয়েছে সিলেট কেন্দ্রের। মেরামত শুরু হয়েছে, দুপুর সাড়ে ১২টার মধ্যে সম্প্রচার স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্তি করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন