চাঁদপুর আরো ১৫জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৯০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জনে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১২জন, মতলব দক্ষিণে ২জন ও ফরিদগঞ্জে ১জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার ৭১টি রিপোর্ট আসে । এর মধ্যে ১৫টি পজেটিভ। বাকিগুলো নেগেটিভ।
জেলায় ১৮৯০জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৭৪৭জন, মতলব দক্ষিণে ২০৩জন, শাহরাস্তিতে ১৯০জন, হাজীগঞ্জে ১৮১জন, ফরিদগঞ্জে ২১৬জন, হাইমচরে ১২৮জন, কচুয়ায় ৭৮জন এবং মতলব উত্তরে ১৪৭জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৫জনের মধ্যে চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন