এস. আলম গ্রুপের প্রতিষ্ঠান এসএস পাওয়ার ও লিঃ এবং এসএস পাওয়ার ওও লিঃ-এর পরিচালনা পর্ষদের সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসএস পাওয়ার ও লিঃ ও এসএস পাওয়ার ওও লিঃ-এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। উক্ত সভায় এসএস পাওয়ার ও লিঃ ও এসএস পাওয়ার ওও লিঃ-এর ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মিসেস ফারজানা পারভীন, মোঃ আবদুল্লাহ হাসান, মোঃ শহীদুল আলম, এ.এস.এম আলমগীর কবির, হংসং জ্যাং এবং জিয়া হু এবং ট্যান জেলিং উপস্থিত ছিলেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন