শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় চবি অধ্যাপকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ৯:৫৬ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের মৃত্যু হয়েছে। গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি খুলনায়।

তার সহকর্মী গণিত বিভাগের অধ্যাপক ড. আমান উল্লাহ জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩ জুলাই অধ্যাপক শফিউল আলম হাসপাতালে ভর্তি হন। দুই দফায় তার নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া যায়।
এছাড়াও তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যায়ও ভুগছিলেন। প্রথমে তিনি হাসপাতালের কেবিনে ছিলেন। হঠাৎ করে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যাওয়ায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
অধ্যাপক শফিউল আলমের তিন মেয়ে রয়েছে। শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার নামাজে জানাজা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন