শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে করোনায় মৃত্যু বরণ করলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পিতা, শোক জানালেন মেয়র

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ২:১০ পিএম

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের, পিতা অধ্যাপক (অব) মো: নজরুল ইসলাম (৭৯) মারা (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গেছেন। টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের অধ্যাপনা করতেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেন। সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেনদীর্ঘ ২২দিন ধরে। মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন তিনি। সকাল সাড়ে ১০টায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় সিলেটের হযরত মানিকপীর (রা.) কবরস্থানে। জানাযায় অংশ নেন মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জানাযার পর তাকে নিয়ে রওয়ানা দেয়া ঢাকার উদ্দেশ্যে। ঢাকার উত্তরায় ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের বিশ্বলিলের সুলিল গ্রামে পৃথক পৃথক জানাজা শেষ তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে জানিয়েছেন মরহুমের পূত্র সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। এদিকে এ মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। উল্লেখ্য, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, মা, স্ত্রী ও তার শিশু সন্তানও করোনায় আক্তান্ত হন। পরে তারা সুস্থ হয়ে উঠেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন