শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

যুক্তরাজ্য ইইউতে না থাকলেও বাণিজ্য ও বিনিয়োগ অব্যহত থাকবে : তোফায়েল

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : যুক্তরাজ্য ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে কোনো প্রভাব পরবে না বরং বাণিজ্য ও উন্নয়নে যুক্তরাজ্যের প্রদত্ত সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মিসেস আলিসন বøাকের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে চায়। পদ্মা সেতু থেকে কুয়াকাটা রেলওয়ে লিং এবং পায়রা বন্দরে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশে যাতায়াত এবং বাণিজ্য-বিনিয়োগ স্বাভাবিক থাকবে। এছাড়া বিদেশিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত কঠোর পদক্ষেপ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সরকার ১০০টি স্পেশাল ইকনমিক জোন গড়ে তোলার কাজ শুরু করেছে। সেখানে যুক্তরাজ্যকে বিনিয়োগের আহŸান জানানো হয়েছে। যুক্তরাজ্য এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। পদ্মার ওপারে শিবচরে সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এখানে জাপান এবং দাতা সংস্থা জাইকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। মিসেস আলিসন বøাক বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য-উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগ অব্যাহত থাকবে। যুক্তরাজ্য ইউরোপিয়ন ইউনিয়নে না থাকলেও বাংলাদেশকে প্রদত্ত ব্যবসায়ীক সহযোগিতার কোনো ঘাটতি হবে না বা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নীতির পরিবর্তন আসবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের ভালো বন্ধু। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধি করবে। বাংলাদেশ যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে যুক্তরাজ্য সন্তুষ্ট। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডিজি, ডবিøউটিও) শুভাষীশ বসু এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) জহির উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন