শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

গণশুনানির খবরে লেনদেনের শীর্ষে তিতাস গ্যাস

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী সোমবার (৮ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঞ্চালন ও বিতরণ চার্জ পুনর্নির্ধারণের ব্যাপারে গণশুনানি করবে বিদ্যুৎ-জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানির পর তালিকাভুক্ত সরকারি কোম্পানিটির আয় বাড়ানোর ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন প্রত্যাশায় এ কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এরই অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো কোম্পানিটি লেনদেনের শীর্ষে উঠেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৫৮ লাখ ২৩৯টি শেয়ার মোট ৩ হাজার ২৪১ বাজার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ২৯ কোটি ৮১ লাখ ৩৭ হাজার টাকা। এ দিন এ কোম্পানির শেয়ার দর ৫০.৫০ টাকা থেকে ৫২.৭০ টাকায় উঠা-নামা করে। এর আগে গত বুধবার তিতাস গ্যাস শেয়ারের সর্বশেষ দর ছিল ৫১.৩০ টাকা। যা আগের দিনের চেয়ে ১.১৮ শতাংশ বেশি। ওইদিন কোম্পানিটির ৩৮ লাখের বেশি শেয়ার হাতবদল হয়, যার বাজারদর ১৯ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ৭৭.২০ টাকা ও সর্বনিম্ন ৪১.২০ টাকা। ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) তিতাস গ্যাসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৫ টাকা। যা আগের বছরের একই সময়ে তা ছিল ৬.১৯ টাকা এবং ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫৯.৭১ টাকা। ২০১৫ সালের, ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী সে বছর ইপিএস ছিল ৮.৯৮ টাকা। উল্লেখ্য, জ্বালানি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার ভিত্তিতে গত বছরের সেপ্টেম্বর থেকে তিতাস গ্যাসের পরিচালন আয়ের মূলউৎস বিতরণ চার্জ প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়। এর বিরূপ প্রভাব পড়ে কোম্পানির মুনাফায়। দেশী-বিদেশী বিনিয়োগকারীদের হতাশায় কয়েক মাসের ব্যবধানে কোম্পানির শেয়ারদর ৭৭ থেকে ৪১ টাকার ঘরে নেমে আসে। পরবর্তীতে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বিইআরসিতে তিতাসের বিভিন্ন চার্জ পুনর্নির্ধারণের আবেদন করে। এ বিষয়ে জ্বালানি নিয়ন্ত্রকদের আইনি নোটিশও দেয় তাদের কেউ কেউ। এ খবরে গত এপ্রিল থেকে কিছুটা বাড়তে শুরু করে তিতাসের শেয়ারদর। Ñওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন