শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সাইবার নিরাপত্তা দিতে ডাচ্-বাংলা ব্যাংক ও ই-জেনারেশন চুক্তি

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ডাচ্-বাংলা ব্যাংকে সাইবার নিরাপত্তা দিতে কাজ করবে তথ্য-প্রযুক্তি সেবাদাতা ও পরামর্শক কোম্পানি ই-জেনারেশন লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি উভয় প্রতিষ্ঠান এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির মাধ্যমেই জেনারেশন ডাচ্-বাংলা ব্যাংকের তথ্যের সুরক্ষায় ক্যাস্পারস্কি সল্যুশন্স প্রদানের পাশাপাশি সবধরনের পরামর্শ ও কারিগরি সুবিধা দেবে। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ এবং ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান এর উপস্থিতিতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট (আইটি অপারেশন) ইমদাদুল হক খান এবং ই-জেনারেশনের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা মনোয়ার হোসেন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রতে স্বাক্ষর করেন। ক্যাস্পারস্কি পরিবেশক অফিস এক্সট্রাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসময় ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক কে শামসি তাবরেজ এবং ই-জেনারেশনের অপারেশন্স হেড এমরান আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন