বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

রূপালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করবে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম হাতে নেয়া হবে। প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশে কৃষিঋণ বিতরণ করা হবে। পরে সারাদেশে ঋণ বিতরণের আওতায় আনা হবে। কৃষিঋণ বিতরণের জন্য এজেন্ট হিসেবে রূপালী ব্যাংক আনসার-ভিডিপি উন্নয়ন ও কর্মসংস্থান ব্যাংকের সহায়তা নেবে। এসব ব্যাংক এজেন্ট হিসেবে রূপালী ব্যাংকের কৃষিঋণ বিতরণ করবে। এ প্রকল্পের আওতায় ৩শ’ কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ীই ঋণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবাশীষ চক্রবর্তী। গতকাল বৃহস্পতিবার রূপালী ব্যাংকের কৃষি ও পল্লীঋণ বিভাগের ঋণ বিতরণ, আদায় এবং এ বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় কৃষি ও পল্লীঋণ বিভাগের মহাব্যবস্থাপক এ কে এম শামসুদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেবাশীষ চক্রবর্তী আরো বলেন, কৃষিঋণ সহজে আদায় করা যায়। পাশাপাশি এটি লাভজনকও। তাই রূপালী ব্যাংকের উন্নয়নে কৃষিঋণ বিতরণের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, রূপালী ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করা হবে। যাতে খেলাপি ঋণ দ্রæত আদায় করা সম্ভব হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন