শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম পরীক্ষায় যুবাদের সবাই পাশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারের মধ্যে প্রথম দফায় পরীক্ষা করা ১৫ ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্বস্তি মেলেনি। গতকাল সকালে স্বস্তির এই খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দিন যুব দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে ১৫ জনের নমুনা সংগ্রহের পাওয়া ফলাফলে দেখা যায় এদের কেউই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত নন। বিসিবির গেম ডেভপালমেন্টের ম্যানেজার এমএ কায়সার এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী যুব বিশ্বকাপ সামনে রেখে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের জন্য ৪৫ জুনিয়র ক্রিকেটারকে ডেকেছেন বিসিবির নির্বাচকরা। নিয়ম অনুযায়ী ক্যাম্প শুরুর আগে সবারই করোনা পরীক্ষা করা হবে। দ্বিতীয় দফায় আরও ১৫ জনের পরীক্ষা হবে ১৮ আগস্ট এবং শেষ দফায় ২০ন আগস্ট করা হবে বাকিদের পরীক্ষা। ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও পরীক্ষা করানো হবে। পরীক্ষায় নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নিবিড় ক্যাম্প করবে বিসিবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন