শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লায় করোনা উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১:৩৯ পিএম

প্রতিদিন করোনাভাইরাস কিংবা এর উপসর্গে মানেুষের মৃত্যু হচ্ছে। তবুও মানুষ সচেতন হচ্ছে না। বর্তমানে তো সব জায়গায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সবাই ইচ্ছেমতো চলাফেরা করছে। ব্যবহার করছেন মাস্ক।
এদিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গে গত ২৪ ঘন্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী। আজ মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর শাকতলা এলাকার নূরজাহান বেগম (৬০), কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশতলী গ্রামের কল্পনা রানী পাল (৬৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেলোয়ার হোসেন (৬০), কুমিল্লা শ্রীপুর কালিয়াপাড়া এলাকার দিলিপ কুমার ভৌমিক (৬২), কুমিল্লার লালমাই উপজেলার আবদুল জাব্বার (৭৩) এবং একই উপজেলার বাগমারা এলাকার সৈয়দপুর গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম (৭৫)।

উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৬৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন